স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃময়মনসিংহের ধোবাউড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ধোবাউড়া প্রিমিয়ার লীগ সিজন-৩, ২০২২ এর ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে নবদিগন্ত । খেলার আয়োজক ধোবাউড়া প্রিমিয়ার লীগের চেয়ারম্যান জালাল উদ্দিন সোহাগের সভাপতিত্বে কো-চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ইকবালের সঞ্চালনায় শনিবার বেলা ১১টায় ধোবাউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ২০ ওভারে অনুষ্টিতব্য খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন নবদিগন্ত স্পোর্টিং ক্লাব বনাম কে আর কে সুপার স্টার। আয়োজিত খেলায় নবদিগন্ত স্পোর্টিং ক্লাব টসে জিতে প্রথমে ব্যটিং করে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। জবাবে কে আর কে সুপার স্টার ২০ ওভারে ৫উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে। ২১রানে নিজেদের জয় নিশ্চিত করে ধোবাউড়া প্রিমিয়ার লীগ (ডিপিএল) সিজন-৩ চ্যাম্পিয়ন হয়েছেন নবদিগন্ত স্পোর্টিং ক্লাব। রানার্সআপ হয়েছে কে আর কে সুপার স্টার। খেলায় ব্যক্তিগত ৭৮ রান করে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন নবদিগন্ত স্পোর্টিং ক্লাবের বাহাতি অন্যতম ব্যটসম্যান জাহাঙ্গির আলম। ডিপিএল সিজন-৩ এর সেরা টিম মালিক নির্বাচিত হয়েছেন নবদিগন্ত স্পোর্টিং ক্লাবের মালিক আনিসুজ্জামান সাকিব। এসময় নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন ধোবাউড়া প্রিমিয়ার লীগের চেয়ারম্যান জালাল উদ্দিন সোহাগ এবং কো- চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ইকবাল। এছাড়াও ধোবাউড়া প্রিমিয়ার লীগ (ডিপিএল) পরিচালনা কমিটি ও শৃংখলা কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।