লঞ্চ দুর্ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

image

You must need to login..!

Description

বিএমটিভ নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় মালবাহী কার্গোর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চের দুর্ঘটনা তদন্তে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। আজ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে নৌ- পরিবহন মন্ত্রণালয় প্রতিবেদন দাখিল করতে কমিটিকে বলা হয়েছে ।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ. ন. ম. বজলুর রশীদকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, ক্যাপ্টেন আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমান ও বিআইডব্লিউটিএ-এর পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক)।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, কমিটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ (আইএসও,১৯৭৬) এর ৪৫ নম্বর ধারার ৩ নম্বর উপ-ধারায় প্রদত্ত ক্ষমতাবলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ উদ্ঘাটন এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা সংস্থাকে শনাক্ত করবে। এ ছাড়া কমিটি দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে সুনির্দিষ্ট সুপারিশ করবে।

উল্লেখ্য, লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের মধ্যে একজন পুরুষ, দু’জন নারী ও এক শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। গতকাল দুপুরে এ লঞ্চডুবির ঘটনা ঘটে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার