পুলিশের রংপুর রেঞ্জ ক্রিকেট টিম চার ম্যাচে জয়ী

image

You must need to login..!

Description

পাবনা থেকে আব্দুল খালেক খান ঃ বিএমটিভি নিউজঃ  বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ক্রিকেট টিম পর পর চার ম্যাচে জয়ী হয়েছে। ক্রিকেট টিমে ম্যান অফ দ্যা ম্যাচ এএসআই নিরস্ত্র মোঃ আব্দুল্লাহ হাসান ঈসা ও টিম লিডারকে অভিনন্দন জানান পুলিশের রংপুর রেঞ্জ দেবদাস ভট্টাচার্য। গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল লতিফ, পুলিশ সুপার,এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রংপুর।
প্রথম ম্যাচ : রংপুর রেঞ্জ ২০ ওভারে ১৯৫/৫, গাজীপুর মেট্রো ২০ ওভারে ১০৭/৯ । ফলাফল রংপুর রেঞ্জ ৮৮ রানে জয়ী হয় এবং ম্যান অব দ্যা ম্যাচ এএসআই (নিরস্ত্র) আব্দুল্লাহ হাসান ঈসা ( ৫৮ বলে ৮৮ রান এবং ০২ উইকেট)।
দ্বিতীয় ম্যাচ: রংপুর রেঞ্জ ২০ ওভারে ১৬৫ রান, সিলেট মেট্রোপলিটন ১৯ ওভারে ১২০/১০। ফলাফল- রংপুর রেঞ্জ ক্রিকেট দল ৪৫ রানে জয়ী হয় এবং ম্যান অফ দ্যা ম্যাচ এএসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল্লাহ হাসান ঈসা (৫৫ বলে ৭২ রান এবং ৩ উইকেট)।
তৃতীয় ম্যাচ: রংপুর রেঞ্জ ২০ ওভারে ১৭৭ রান, রেলওয়ে রেন্জ ১৯ ওভারে ৯৬/০৮। ফলাফল- রংপুর রেঞ্জ ক্রিকেট দল ৮১ রানে জয়ী হয় এবং ম্যান অফ দ্যা ম্যাচ এএসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল্লাহ হাসান ঈসা (৭৬ বলে ১০৬* রান এবং ০২ উইকেট।
চতুর্থ ম্যাচ: রংপুর রেঞ্জ ২০ ওভারে ১৩৭ রান, ঢাকা মেট্রোপলিটন ২০ ওভারে ১৩২/০৯ ফলাফল- রংপুর রেঞ্জ ক্রিকেট দল ০৫ রানে জয়ী। ম্যান অফ দ্যা ম্যাচ এএসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল্লাহ হাসান ঈসা (৩৮ বলে ৩৬ রান এবং ০৪ উইকেট)।
ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন শরীর ও মন পরিপূর্ণভাবে উজ্জীবিত করতে খেখেলাধুলা অন্যতম বিষয়। খেলাধুলা যেমন নির্মল আনন্দ দেয় তেমনি জীবনকে উপভোগ্য করে তোলে। শুধু তাই নয় খেলাধুলা ব্যক্তিকে নাম, যশ, খ্যাতি, এনে দেয়। মানুষকে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। পারস্পরিক তিক্ততা দূর করে মনে প্রশান্তি এনে দেয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার