You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মজুদ, সরবরাহ, মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ে ময়মনসিংহ চেম্বার অব কমার্স ও অন্যান্য সংগঠনের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বেলা ১২ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান ও ঈদে দ্রব্যমূল্য মজুদ, সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নজরদারি থাকবে। মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত অভিযান পরিচালনা করবেন।
এ সময় মসিক প্যানেল মেয়র সাধারণ মানুষের কথা বিবেচনা করে ব্যবসায়ী নেতৃবৃন্দকে মানবিক ব্যবসা পরিচালনার আহবান করেন।
সভায় প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, দোকান মালিক সমিতির সভাপতি এস এম বজলুর রহমান, রামবাবু রোড, সিকে ঘোষ রোড সমিতির সভাপতি হেলাল উদ্দীন, মেছুয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে এম আজাদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।