ময়মনসিংহ কোতোয়ালীর অভিযানে মা হত্যার আসামী ছেলেসহ গ্রেফতার ৬

ময়মনসিংহ কোতোয়ালীর অভিযানে মা হত্যার আসামী ছেলেসহ গ্রেফতার ৬

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মা হত্যার আসামী ছেলেসহ বিভিন্ন অপরাধের দায়ে মোট ৬ জনকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন অপরাধের দায়ে মা হত্যার আসামী ছেলেসহ  ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এসআই(নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার পরানগঞ্জ এলাকা আসামীর শ্বশুর বাড়ী হতে মা হত্যা মামলার হত্যার আসামী ছেলে আঃ মান্নান (৫৩) গ্রেফতার করেছে। সে কোতোয়ালী থানার কোকিল নদীরপাড়, পালপাড়া ঘাট এলাকার মৃত-জর্বান আলী @ উরেফান আলীর পুত্র।


জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে কোতোয়ালী থানার জেলরোডস্থ আসামী মোঃ রাজন মিয়া (৩৭) এর নিজ বসত ঘর হতে ১৫০ গ্রাম ৫০ (পঞ্চাশ) পুড়িয়া গাঁজাসহ মাদক ব্যবসায়ী কোতোয়ালীর ১৫১, জেল রোড, কাশরের রাজন মিয়া(৩৭)কে গ্রেফতার করেন।

ইহা ছাড়াও এসআই(নিঃ)আনোয়ার হোসেন, এসআই(নিঃ) তাইজুল ইসলাম, এএসআই(নিঃ)মাসুম রানা এবং এএসআই(নিঃ) মোজাম্মেল হক থানা এলাকায় অভিযান চালিয়ে জিআর গ্রেফতারী পরোয়ানায় ৪জন আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতার কৃতরা হচ্ছেন ভাটিপাড়ার রুবেল মিয়া(২৯), ভাটিপাড়ার (বোররচর) মোঃ আশরাফ আলী(৪৩), চর হাসাদিয়ার গেন্দু মিয়া(৫২), ও মোঃ আকবর আলী ওরফে আকবর ফকির(৬৯)। গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।