ময়মনসিংহে ১০০ শিক্ষার্থী পেলো বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি

ময়মনসিংহে ১০০ শিক্ষার্থী পেলো বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি

BMTV Desk No Comments

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে ১০০ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিয়েছে  বিদ্যানন্দ ফাউন্ডেশন।  ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দমােহন কলেজ, মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,
ময়মনসিংহ মেডিকেল কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী এ বৃত্তি প্রদান করা হয়।
মঙ্গলবার (২২ মার্চ) ১২ টায় এডভােকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের প্রভাষক মনােজ কুমার প্রামাণিক। মুখ্য আলােচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তা সুশান্ত পাল।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মােঃ জামাল উদ্দিন ও সঞ্চলনায় ছিলেন নাজমুল হাসান জুন্নুন।
এসসয় অনুষ্ঠানের সভাপতি মোঃ জামাল উদ্দিন তার  বক্তব্যে বলেন শিক্ষা প্রসারের লক্ষে প্রতি বছর বিদ্যানন্দের থাকে কোটি টাকার শিক্ষা বৃত্তি প্রােগ্রাম। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে সারাদেশ ব্যাপী হাজার হাজার শিক্ষার্থীর পাঠানাে আবেদন থেকে ময়মনসিংহ জেলায় বাছাইকৃত ১০০ জন শিক্ষার্থীকে আজ এই শিক্ষাবৃত্তি তুলে দেয়া হয়েছে। শিক্ষা বৃত্তি হিসেবে মােট পাঁচ লক্ষ টাকা নগদ অর্থ সহায়তার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থী শিক্ষা উপকরণ পাচ্ছেন।
চলমান করােনা মহামারীতে বহুদিন বন্ধ ছিলাে শিক্ষা প্রতিষ্ঠান। কর্মহীনতায় মানুষ অর্থের অভাবে অনেকেরই পড়ালেখার পথ বন্ধ হয়ে যায়। করােনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারকে বিদ্যানন্দ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছে আত্মনির্ভরশীল হতে। এরই অংশ হিসেবে বিদ্যানন্দ সারা দেশে হাজার শিক্ষার্থীকে বিদ্যানন্দ ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি প্রদান
করছে।