ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ধোবাউড়ায় মশা তাড়াতে গোয়ালঘরে দেওয়া ধোয়ার আগুন লেগে পুড়ে মরল অসহায় দরিদ্র পরিবারের শেষ সম্বল দুটি গরু।
মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বনিক্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।স্থানীয় সুত্রে জানা যায়, সদর ইউনিয়নের বনিক্যপাড়া গ্রামের নূর হোসেনের ছেলে দরিদ্র কৃষক সিরাজ মিয়া সন্ধ্যায় গোয়াল ঘরে মশা তারানোর জন্য ধোয়ার আগুন দেয় এবং রাতেরখাবার খেয়ে বাড়ির সকলে ঘুমিয়ে পড়ে। রাত ১১টার দিকে গরুগোয়ালঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে পাশের বাড়ির লোকজন। তাদের চিৎকারে সিরাজ মিয়াসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। দরিদ্র কৃষক সিরাজ মিয়া বলেন, আমার শেষ সম্বল ছিলো দুইটা গরু। আগুনে পুরে মরে গেলো। দুইটি গরুর মধ্যে একটি ষাড় ও একটি গাভী গরু আট মাসের গাভীন ছিল। এতে প্রায় দুই লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি ।কিভাবে আগুন ধরেছে এ বিষয়ে সিরাজ মিয়া বলেন, মশা তাড়াতে ধোয়ার আগুন জ্বালা ছিল।সেখান থেকে আগুন ধরেছে বলে ধারণা করছেন।এ বিষয়ে ধোবাউড়া উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে ভেটেরিনারি সার্জন জামরুল ইসলাম বলেন ,এ বিষয়ে আমি এখনও তথ্য পাইনি। খোঁজ নিয়ে তাদের সাথে দেখা করা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।