তারাবীর ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষের ঘটনায় ১ জনের মৃত্যু

তারাবীর ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষের ঘটনায় ১ জনের মৃত্যু

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃময়মনসিংহের গফরগাঁওয়ে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা গুরুতর আহত হয় আনসার সদস্য মোঃ জলিল মিয়া। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাদীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন ।
জানা যায় গত ১৮ মার্চ শুক্রবার জুম্মার নামাজের পরে উপজেলার মশাখালী ইউনিয়নের মশাখালী মধ্যপাড়া বায়তুল ফালা জামে মসজিদে এ ঘটনাটি ঘটে। নিহতের ভাই আজিজুল হক বাদী হয়ে পাগলা থানায় গতকাল মঙ্গলবার একটি মামলা দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ শুক্রবার জুম্মার নামাজের পরে তারাবির নামাজের ইমাম নিয়োগ নিয়ে মসজিদ কমিটির লোকজন ও মুসল্লি ‍দু ‘পক্ষ আলোচনায় বসে তর্কে জড়িয়ে পরে । এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে আঃ আওয়ালসহ তার চার ছেলে ফারুক, মিশুম, মানিক, মাসুম ও মুসল্লি আঃ রাজ্জাক, সুমন মিয়া দেশিয় অস্ত্র নিয়ে আনসার সদস্য মোঃ জলিল মিয়ার উপর আক্রমন করে । আনসার সদস্য মোঃ জলিল মিয়ার মাথায় গুরুতর জখম হয়। উপস্থিত মুসল্লিরা পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরিস্থিতির অবনতি হলে স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী মানসুরা আক্তার বলেন, আঃ আওয়াল ও তার ছেলেরা মিলে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
নিহতের ভাই আজিজুল হক বলেন, ভাইয়ের চিকিৎসায় ব্যস্ত থাকার কারণে মামলা করতে দেরি হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
ঘটনায় অভিযুক্ত ফারুক মন্ডলের মোবাইলে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
পাগলা থানার রাশেদুজ্জামান বলেন, মামলা হয়েছে । অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত।