ফুলবাড়ীয়ায় সন্তানকে জবাই করে হত্যা করল মা

ফুলবাড়ীয়ায় সন্তানকে জবাই করে হত্যা করল মা

bmtv new No Comments

এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকে,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের দাওসা গ্রামে মা তার শিশু সন্তানকে কাঁচি দিয়ে জবাই করে হত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ। এ ঘটনায় মা নাজমা বেগমকে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দাওসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মাহমুদা (৪)। পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ
হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের মা নাজমা বেগম ৫ বছর আগে পাশ্ববর্ত্তী মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামে রমজান আলীর কাছে বিয়ে হয়। মাদক ও জুয়া খেলায় আসক্ত হওয়া ৩ মাসের গর্ভবর্ত্তী অবস্থায় বাবার বাড়ী চলে আসে তার পর থেকে
বাবার বাড়ীতেই থাকতেন সে। নাজমা উপজেলার দাওসা গ্রামের হযরত ফকিরের মেয়ে। পরিবার দাবী নাজমা আক্তার মানসিক রোগী ।
গত ২৪ মার্চ মাহমুদা পাশের বাড়ীর উঠানে খেলা করার সময় মা নাজমা কাঁচি দিয়ে সন্তান মাহমুদাকে মাটিতে ফেলে জবাই করে হত্যা করে বলে জানান নাজমা আক্তার। নিহতের চিৎকারে লোকজন এসে মা নাজমাকে শিকলে বেঁধে থানায় খবর দেয়।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুর মা নাজমা আক্তারকে আটক করা হয়েছে বলে তিনি জানান।##