বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এর নেতৃত্বে ২৫ মার্চ গণ হত্যা দিবসে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুক্রবার সন্ধ্যায় মোমবাতি হাতে বাউবি ক্যাম্পাসের স্বাধীনতা চিরন্তন স্মারক ভাস্কর্য চত্বর প্রদক্ষিণ এবং মোমবাতি প্রজ্জ¦লন শেষে একমিনিট নীরবতা পালন করা হয়। এসময় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল সহ বিভিন্ন স্তরের শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ অংশ নেন।