ফুলবাড়ীয়ায় ৪তলা স্কুল ভবন উদ্বোধন ও কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন -এমপি মোসলেম উদ্দিন

ফুলবাড়ীয়ায় ৪তলা স্কুল ভবন উদ্বোধন ও কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন -এমপি মোসলেম উদ্দিন

bmtv new No Comments

ফুলবাড়ীয়া প্রতিনিধি :বিএমটিভ নিউজঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাকতা উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪তলা ভবন ও বাকতা বাজারে কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এর আগে আলহাজ¦ মোবারক খান মহা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। আজ বুধবার বিকালে এসব উদ্বোধন করেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, গণপরিষদ সদস্য, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন এমপি। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার, উপজেলা কৃষি অফিসার জেসমিন নাহার, অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন, পারভীন সুলতানা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারজানা শারমিন বিউটি, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ নেত্রী সেলিমা বেগম সালমা, বাকতা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেরা খাতুন, ইউপি চেয়ারম্যান ফজলুল হক মাখন প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।