You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের দায়ে ১০ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীরসহ কোতোয়ালী এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে বিভিন্ন অপরাধের দায়ে ১০ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।এসআই(নিঃ) তাইজুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার গাংগিনারপাড়স্থ পাক মুসলিম রেস্তোরার সামনে পাকা রাস্তার উপর হতে দস্যুতার চেস্টা মামলায় আসামী কাঁচিঝুলির মোবারক হোসেন অন্তর (২৬), কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) কামাল হোসেন এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার গলগন্ডা জেল রোড তাকওয়া মসজিদের দক্ষিন পাশেপাকা রাস্তার উপর হতে পুলিশ আইনের ৩৪ ধারায় আসামী শেরপুর নকলা থানার জাঙ্গীরারপাড়ের, শাহিনুর হোসেন শাহীন(৪২),-গলগন্ডা জেল রোড,(এম এ মতিন এর বাসার ভাড়াটিয়া), কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালীর বয়ড়া ছমির মন্ডলের বাড়ী আসামীর নিজ সাকিনস্থ হতে নিয়মিত মামলার আসামী মোঃ রিয়াদ মিয়া (২২)কে গ্রেফতার করেন।
পুলিশ পরিদর্শক(নিঃ) ফরিদ আহমেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানা চর নিলক্ষীয়া এলাকা হতে নিয়মিত মামলার আসামী স্বপন মিয়া(৪৪), কে গ্রেফতার করেন। এসআই(নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানা গাঙ্গিনারপাড়স্থ পালিকা মার্কেটের সামনে হতে চুরি মামলায় সন্দিগ্ধ হিসাবে আসামী উজান ঘাগড়া, কসাইবাড়ীর সেলিম মিয়া(৫০) ও ২।মোঃ মজনু মিয়া(৩০)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর চর নিলক্ষীয়া চায়না মোড় হতে নিয়মিত মামলার আসামী চরনিলক্ষীয়া দাসপাড়ার আলমগীর (২১), কে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ)টিটু সরকার জিআর গ্রেফতারী পরোয়ানায় ০১জন এবং সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানায় ২জন আসামী তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় সুহিলা পুর্বপাড়ার ,মোঃ আবুল হাসেম, ও সিআর সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানায় দাপুনিয়া, কাওয়ালটি ড্রাইভার বাড়ীর শফিকুল ইসলাম বাচ্চু, শফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেফতার করেন ।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট আছে। গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।