বাউবি’র এইচ.এস.সি পরীক্ষা ২০২১ এর ফল প্রকাশ পাশের হার ৭০ দশমিক ৭১

বাউবি’র এইচ.এস.সি পরীক্ষা ২০২১ এর ফল প্রকাশ পাশের হার ৭০ দশমিক ৭১

bmtv new No Comments

বিএমটিভ নিউজ ডেস্কঃ বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল আজ ২৮ মার্চ ২০২২ তারিখে প্রকাশিত হয়েছে। পাশের হার শতকরা ৭০ দশমিক ৭১। বাউবি’র এইচএসসি-২০২১ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ১,৩৬,৮৮৪ জন । এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ১,০৬,৬৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চুড়ান্ত পরীক্ষায় ৪২,৩৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৯,৯৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

শিক্ষার্থীদের মধ্যে ২৫২ জন A+ , ৬৬৮৯ জন A, ১১,৯৩৫ জন A- , ৭,৯৫২ জন B , ২,৯১০ জন C এবং ২২২ জন D গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭,২১৮ জন ছাত্র এবং ১২,৭৪২ জন ছাত্রী । বিস্তারিত জানার জন্য  http://www.bou.ac.bd