ব্ল্যাক বেঙ্গল ছাগল মেলাঃ খামারিরা শুনালেন দিনবদলের গল্প,

image

You must need to login..!

Description

বিএমটিভ নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সংরক্ষণ, উন্নয়ন ও সম্প্রসারণের ধারাবাহিকতায় গফরগাঁও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যেগে সোমবার উপজেলার বখুরা গ্রামে হয়ে গেল ‘ব্ল্যাক বেঙ্গল ছাগল উন্নয়ন মেলা ২০২২।
ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই মেলার আয়োজন করে। খামারি তাঁদের পালিত ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে মেলায় অংশ নেন। মেলায় মোট ২০টি স্টল স্থান পায়। এ সময় খামারিরা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করে তাঁদের দিনবদলের গল্প শোনান।


মেলায় বখুরা গ্রামের খামারি উম্মে হাবিবা ও একই গ্রামের আব্দুল কাদের সেরা খামারি হিসেবে দুটি ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন পুরস্কার পান। উম্মে হাবিবার বলেন, ৩ বছর ধরে তিনি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করে আসছেন। শুরুর দিকে একটি ছাগল ও দুটি বাচ্চা থাকলেও বর্তমানে তাঁর বিভিন্ন বয়সী ২২টি ছাগল আছে। এছাড়াও এ পর্যন্ত তিনি তিন লাখ টাকার অধিক ছাগল বিক্রি করেছেন।
খামারি শাহিদুল ইসলাম জানান, দুই বছর আগে ৭টা ছাগল দিয়ে শুরু খামার শুরু করেছিলাম। এখন ২৫টা ছাগল নিয়ে আমার সুংসার। ছাগলগুলোকে আমি সন্তানের ন্যায় ভালোবাসি। ছাগল পুষেই আমার দিনকাল ভালোই চলচে। এছাড়াও নাজমা খাতুন আব্দুছ ছালামসহ আরও কয়েকজন খামারি তাদের দিনবদলের গল্প শুনান।
ছাগল মেলায় গফরগাঁও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেনউপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, সহকারী অধ্যাপক আরশাদ আহমেদ, সাংবাদিক শেখ আব্দুল আওয়াল প্রমুখ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার