সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির প্রতীকী অনশন

সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির প্রতীকী অনশন

March 30, 2022 525 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে দেশব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে প্রতীকী অনশন কর্মসুচী পালন করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।

বুধবার নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ের পাশে সকাল ১১টায় অনশন কর্মসুচী শুরু হয়ে বিকেল তিনটায় শেষ হয়। কর্মসুচীতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, মহানগর যুগ্ম-আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, জেলা যুগ্ম-আহবায়ক ফকরউদ্দিন আহমদ বাচ্চু, আলমগীর মাহমুদ আলম, আকতারুল আলম ফারুক, অ্যাডভোকেট ফাত্তাহ খান ও আকতারুজ্জামান বাচ্চু, সদস্য এবি সিদ্দিকুর রহমান, যুবদলের জেলা সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবকদলের জেলা সভাপতি শহিদুল আমিন খসরু, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সাঈদ, কৃষদলের জেলা আহবায়ক এনামুল হক আকন্দ লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এরআগে বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে দলীয় নেতাকর্মীরা অনশন কর্মসুচীতে যোগদান করেন। অনশন চলাকালে নেতাকর্মীরা তাদের বক্তব্যে ও শ্লোগানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

 

সাম্প্রতিক