বিএমটিভ নিউজ ডেস্কঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ছাত্রী লাঞ্ছনা ও ২৮ মার্চ ছাত্রলীগের গাড়ি ভাঙচুর ও সাংবাদিক মারধরের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তদন্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গত ২৯ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল হককে সভাপতি ও সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল হক এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. চয়ন গোস্বামী।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম বলেন, তদন্ত কমিটির রিপোর্ট ১০ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তদন্ত কমিটির সদস্যদের সাথে বসে বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। আমি তদন্ত কমিটিকে অতি দ্রুতই রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছি। তদন্ত কমিটির রিপোর্ট জমা দিলে দ্রুতই এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত সোমবার (২৮ মার্চ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গাড়ি ভাঙচুরের ভিডিও ধারণ করার সময় ছাত্রলীগের মারধরের শিকার হন বাকৃবি শিক্ষার্থী ও সাংবাদিক আবদুল্লাহ ওমর আসিফ। ওই ঘটনায় দোষীদের বিচার চেয়ে গত মঙ্গলবার (২৯ মার্চ) প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।