ফুলবাড়ীয়ায় ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স

ফুলবাড়ীয়ায় ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স

bmtv new No Comments

এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া ঃ বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’র উদ্যোগে ইউনিয়ন পরিষদ সদস্যগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন ।
কোর্সে ১৩টি ইউনিয়নের ১২৬টি ওয়ার্ডের সাধারণ সদস্য, সংরক্ষিত ওয়ার্ড সদস্যরা অংশ গ্রহণ করেন।
এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ফুলবাড়ীয়ায় পৌঁছালে তাঁকে অর্কিড ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার।