ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের হাতে গ্রেফতার ৫ঃ মাদক উদ্ধার

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের হাতে গ্রেফতার ৫ঃ মাদক উদ্ধার

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ০৫ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানে জুয়াড়িসহ ৫জনকে গ্রেফতার করে পুলিশ।
এসআই(নিঃ)শাহ মিনহাজ উদ্দিন সংগীয় অফিসার ও ফোর্স কোতোয়ালীর ছোট বাজার এলাকা হতে ডিজিটাল নিরাপত্তা আইনের আসামী ফরিদপুর কোতোয়ালী, মাটিয়া গোরস্থান (হালিমা গার্লস স্কুলের পিছনে), এলাকার নজরুল ইসলাম লিটন (৩৬),কে গ্রেফতার করেন। বর্তমানে সে -১৫/৬/সি, সোবাহান বাগ, তল্লার বাগ, থানা- শেরে বাংলা নগর, ঢাকায় থাকে।
এসআই(নিঃ)হাবিবুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতোয়ালীর আকুয়া চুকাইতলাস্থ ধৃত আসামী মোঃ হাফিজুর রহমান ইমন (৪০) এর বসত বাড়ীর সামনে হতে মাদক মামলার আসামী আকুয়া চুকাইতলার হাফিজুর রহমান ইমন (৪০),কে গ্রেফতার করেন এবং তার নিকট হতে ০৪(চার)পুটলা হেরোইন, ওজন ০৪(চার)গ্রাম, মূল্য অনুমান ৪০,০০০/-(চল্লিশ হাজার)টাকা উদ্ধার করেন।
এসআই(নিঃ)আবুল কাশেম সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ময়মনসিংহ কোতোয়ালীর রাঘবপুর গ্রামের ০৭ নং ওয়ার্ড ০৭ নং চনিলিখিয়া জনৈক হাজী মোহাম্মদ আব্দুল জলিলের বসত বাড়ীর সামনে হতে মাদক মামলার আসামী রাঘবপুররের মোজাম্মেল হক(৩২) কে গ্রেফতার করেন এবং তার নিকট হতে ৪৫০ (চার শত পঞ্চাশ) গ্রাম কথিত গাঁজা, যার আনুমানিক মূল্য ৪,৫০০/-(চার হাজার পাঁচশত) টাকা, ও তার বাম হাত হতে একটি সোনালী রংয়ের VIVO এন্ড্রোয়েড মোবাইল ফোন, উদ্ধার করেন।

ইহা ছাড়াও এএসআই(নিঃ) মাসুম রানা, এএসআই(নিঃ)রুহুল আমীন অত্র থানা এলাকা অভিযান চালিয়ে জিআর পরোয়ানায় ময়মনসিংহ কোতোয়ালীর, কেওয়াটখালী মোড়লপাড়ার জাহাঙ্গীর, ও সিআর পরোয়ানায় সিটি কর্পোরেশন ১নং আব্দুল্লাহ গলির কাজী তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রতেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।