ফুলবাড়ীয়ায় কুশমাইলে ওয়ার্ল্ড ভিশন এর চেয়ার বিতরণ

ফুলবাড়ীয়ায় কুশমাইলে ওয়ার্ল্ড ভিশন এর চেয়ার বিতরণ

bmtv new No Comments

ফুলবাড়ীয়া প্রতিনিধিঃবিএমটিভি নিউজঃ  উপজেলার কুশমাইল ইউনিয়নের নয়টি ওয়ার্ডের গ্রাম উন্নয়ন কমিটির (বিডিসি) মাঝে ২৩-২৪ টি করে শিশু কল্যাণের মিটিং করার জন্য চেয়ার বিতরন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃআব্দুল বাতেন পুলু,চেয়ারম্যান কুশমাইল ইউ,পি। ইউপি চেয়ারম্যান আব্বিদুল বাতেন পুলু বলেন, শিশুদের কল্যাণই আগামীর ভবিষ্যত, শিশুদের সুস্থ জ্ঞান বিকশিত করতে হবে তাই শিশুদের কল্যাণে আমাদের সকলের সহযোগিতা করতে হবে, ধন্যবাদ ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে শিশুদের কল্যাণে এগিয়ে আসার জন্য। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেমস বিশ্বাস, ম্যানেজার ফুলবাড়িয়া এপি,ওয়ার্ল্ড ভিশন,বাংলাদেশ।তিনি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও রক্ষনাবেক্ষনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।পাশাপাশি শিশুকল্যানের জন্য সবাইকে অনুরোধ করেন।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কুরাইয়া,স্পনসরশিপ চাইল্ড প্রটেকশন অফিসার রাহুল এম রোজারিও,জুনিয়র প্রোগ্রাম অফিসার রিমা রেবেকা মুর্মু,স্পনসরশিপ অফিসার রুপি গোমেজ এবংবিডিসির নয় ওয়ার্ডের সভাপতি ও অন্যান্য সদস্য ও কুশমাইল ইউনিয়ন ওয়ার্ল্ড ভিশনের স্থানীয় সহায়কবৃন্দ।