ফুলবাড়ীয়ায় নবম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের চেষ্টায় আটক ২

ফুলবাড়ীয়ায় নবম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের চেষ্টায় আটক ২

bmtv new No Comments

ফুলবাড়ীয়া প্রতিনিধি :বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার ঘটনায় অপহরণকারীসহ দুই জনকে আটক করছেন জনতা। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।
এলাকাবাসী ও বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী (১৪) কে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে বিদ্যালয়ে আসার পথে একটি অটোতে তুলে নিয়ে অপহরণের চেষ্টা করে পাশ্ববর্তী হোরবাড়ী গ্রামের সাইফুল ইসলামের পুত্র রনি (১৮)। শিক্ষার্থী ও সহপাঠিদের ডাকচিৎকারে লোকজন এগিয়ে আসতে দেখে অপহরণকারী রনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী অপহরনকারী রনি ও অটোচালক আসাদুলকে আটক করেন। পরে তাদের বিদ্যালয় কক্ষে আটক করে রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, অপরণকারী ও অটোচালককে আটক করা হয়েছে। বিদ্যালয়ের সভাপতি ও এলাবাসীকে খবর দেয়া দেয়া হয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।