You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্মোন অপরাধে ৮ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানে জুয়াড়িসহ ৮জনকে গ্রেফতার করে পুলিশ।
এসআই(নিঃ)আশিকুল হাসান তার সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ সংলগ্ন শ্যামল ছায়া বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে একটি সাদা রংয়ের SYMPHONY L55 মডেলের বাটন মোবাইল ফোন, যার পিছনের কভার ভাঙ্গা, বাংলাদেশী টাকার বিভিন্ন প্রকার নোটসহ মোট ৭৪০/-(সাতশত চল্লিশ) টাকাসহ ০১টি বিদেশী USA ONE DOLLAR নোট, ০১টি ইন্ডিয়ান ২০(বিশ) রুপির নোট, ০১টি পাকিস্তানের ১০০/- (একশত)রুপির নোট, ০১টি ওমানের ONE Hundred Baisa নোট, ও ০১টি Half Rial নোট, এবং একটি নলাল রংয়ের তিন চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত অটোরিক্সা, যাতে ০৪(চার)টি ব্যাটারী বিদ্যমান ও যার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রেজিঃ নং-মটর রিক্সা নং-ম-৬৬৫ প্লেট বিদ্যমান, একটি নীল রংয়ের VIVO স্মার্ট ফোন, যাহার স্ক্রিন নষ্ট সহ আসামী কোতোয়ালীর বেলতলী সুইচ গেইট এলাকার, ফয়সাল আহম্মেদ রাশেদ (১৯), আব্দুর রহিম (১৯)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ)আশিকুল হক তাহার সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতোয়ালীর বাটি দাপুনিয়া সাকিনস্থ হিরা ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে বিশেষ ক্ষমতা
আইনে মামলায় একটি কালো ব্যাগের ভিতর হতে রক্ষিত ১০ (দশ) বোতল বিদেশী মদ। যার গায়ে লেবেলে ইংরেজীতে AC BLACK PURE GRAIN DELUXE WHISKY 750ML PRODUCT Of INDIA লেখাসহ অন্যান্য লেখা বিদ্যমান, যার আনুমানিক মূল্য (১০x১০০০)=১০,০০০/-(দশ হাজার)টাকা ও একটি কালো রংয়ের REDMI স্মার্ট ফোন, যার IMEI No-867204047153671 , বাংলাদেশী টাকার বিভিন্ন নোট সহ মোট ৩৬০/-(তিনশত ষাট)টাকাসহ (ক)১(এক)টি মালেয়েশিয়ার ০১ রিংগিত (খ)১(এক)টি ইন্ডিয়ান ১০(দশ) রুপির নোট, ও (গ)১(এক)টি কাতারের ১(এক) রিয়েল, এবং ৪।একটি কালো রংয়ের ব্যাগের ভিতর রক্ষিত ০৫ (পাঁচ) বোতল বিদেশী মদ, যাহার মধ্যে ০৩ (তিন) বোতল ROYAL STAG মদ, যার গায়ে লেবেলে ইংরেজিতে ROYAL STAG BLENDED WHISKY 375 ML jLvmn Made in INDIA ও অন্যান্য লেখা বিদ্যমান, যার আনুমানিক মূল্য (৩x১০০০)=৩,০০০/- (তিন হাজার)টাকা, ও ০২ বোতল MC Dowell’S No-1 LUXURY PREMIUM WHISKY Produce of INDIA মদ, যাহার আনুমানিক মূল্য (২x১০০০)=২,০০০/-(দুই হাজার)টাকা সহ ৫।একটি নীল ও কালো রংয়ের itel স্মার্ট ফোন, যার IMEI No- 354101114020421 উপরোক্ত প্রতিটি বোতল কাঁচের এবং ইনটেক কর্ক যুক্ত উদ্ধার করত আসামী নেত্রকোণা দূর্গাপুর,থানার রামনগরের সাঈদ হাসান সৈকত (১৮) লক্ষীপুর, মোঃ আবু বক্কর ছিদ্দিক (১৯),কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মেহেদী হাসান সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ময়মনসিংহ কোতোয়ালীর মির্জাপুর মাঠপাড়, গুচ্ছগ্রাম আসামীর নিজ সাকিনস্থ এলাকা হতে অপহরন সহ ধর্ষন মামলার আসামী জামালপুর সরিষাবাড়ী, -চর রৌহা, চিনি পটল, খোকন (৩০)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দাপুনিয়া এলাকা হতে পুরাতন অপহরন সহ ধর্ষন মামলার আসামী নিজকল্পার মোঃ সাব্বির রহমান (২২)কে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ) ত্রিদীপ কুমার দাস, এএসআই(নিঃ) আবুল কালাম আজাদ অত্র থানা এলাকা অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানা উজান পাড়া, আলম ইলেকট্রনিক্স, এর আঃ বারেক, চর নিলক্ষীয়া বন্দের বাড়ী, রফিক খান গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রতেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।