ময়মনসিংহে ৬ ইট ভাটায় ৮ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহে ৬ ইট ভাটায় ৮ লাখ টাকা জরিমানা

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের গৌরীপুরে ছয় ইট ভাটায় ৮ লাখ দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিনভর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ।
ইটভাটাগুলো হলো- রামগোপালপুর ইউনিয়নের গুঁজিখার বিসমিল্লাহ ব্রিকসকে এক লাখ ৮০ হাজার টাকা, চাচা-ভাতিজা ব্রিকসকে ৮০ হাজার টাকা, এনজিএস ব্রিকসকে দুই লাখ টাকা, শামসু ব্রিকসকে এক লাখ ২০ হাজার টাকা, এসএমসিমি ব্রিকসকে ৮০ হাজার টাকা, সাফায়েত ব্রিকসকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও হাসান মারুফ বলেন, ভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকায় তাদের জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলবে।