You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১২ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানে জুয়াড়িসহ ১২ জনকে গ্রেফতার করে পুলিশ।
এসআই(নিঃ) আশিকুল হাসান তার সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতোয়ালীর কাঠগোলা নদীর ঘাট হতে অপহরন মামলার আসামী বোররচর বাড়তি পাড়ার আবু তোরাব (১৬), বোররচর,কুষ্টিয়াপাড়ার সামিউল আলীম (১৫), কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)উজ্জল সাহা তাহার সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ময়মনসিংহ কোতোয়ালীর টাংগাইল বাসস্ট্যান্ড হতে দস্যুতা মামলায় আসামী কাশর, দক্ষিনবাড়ীর খায়রুল ইসলাম (৩৭)কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হতে ০১টি ফাইবার প্লাষ্টিকের কালো রং এর বাটযুক্ত ধারালো চাকু, যাহা বাট সহ লম্বা অনুমান ৮.৫ ইঞ্চি, যার বাটের দৈর্ঘ্য অনুমান ০৪ ইঞ্চি, বাট ব্যতিত ধারালো অংশের দৈর্ঘ্য৪.৫ ইঞ্চি উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আনিছুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতোয়ালীর জাপারকান্দা সাকিনস্থ ফোরকান আলীর দোকানের সামনে হতে মাদক মামলার আসামী রেহাই তারাপুর(সর্দারবাড়ী) মঞ্জুরুল হক (৩৫), বোররচর কুষ্টিয়াপাড়ার আসাদুল ইসলাম (৩৭), কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হতে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ৩০(ত্রিশ) গ্রাম, মূল্য ৯০ (নব্বই হাজার) টাকা এবং নগদ ৮,৪২০/-টাকাসহ ০৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) উত্তম কুমার দাসা সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ময়মনসিংহ কোতোয়ালীর শষ্যমালা পূর্বপাড়া (কানাপাড়া) মোড় সাকিনস্থ গোরস্থান গেইটের সামনে হতে মাদক মামলার আসামী শষ্যমালা পূর্বপাড়ার শাহাবুদ্দিন ওরফে সুবুদ্ধি (৪৫),কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১০০(একশত)গ্রাম গাঁজা, যাহার মূল্য অনুমান ২,০০০/-(দুই হাজার)টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ)টিটু সরকার সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতোয়ালীর দাপুনিয়াবাজার এলাকা হতে অন্যান্য মামলার আসামী দাপুনিয়া, কাওয়ালটি ফকিরবাড়ীর আশিক মিয়া(২৬), মোঃ আলাল মিয়া(২৮), ইয়ামিন (৩০), জাহিদ (২৬)কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)রাশেদুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতোয়ালীর চরপাড়াএলাকা হতে চুরি পুরাতন মামলার আসামী আজমতপুর উত্তরপাড়া, মোঃ রাজিব (২৮)কে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ) হারুনুর রশিদ অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় হতে সিআর গ্রেফতারী পরোয়ানায় আসামী জাফারকান্দা, (পান্ডাপাড়া), মোঃ আবু তাহেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রতেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।