You must need to login..!
Description
পাবনা থেকে আব্দুল খালেক খানঃ উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের রংপুর বিভাগের রংপুর জোন কর্তৃক আয়োজিত রংপুর জোনের জানুয়ারি থেকে মার্চ মাসের কার্য অগ্রগতি পযালোচনা ও এপ্রিল মাসের কর্মকৌশল নির্ধারণ শীর্ষক সারাদিন ব্যাপি কর্মশালা সম্প্রতি টিএমএসএসের রংপুর ট্টনিং সেন্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দিন ব্যাপি কর্মশালায় রংপুর জোনের জোনাল কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের পরিচালক মোঃ মাহাবুবুর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার রংপুর ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান। সারাদিন ব্যাপি এ কর্মশালায় টিএমএসএসের খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋন আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য প্রধান অতিথি মোঃ মাহবুবুর রহমান কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি খেলাপি,মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়,নতুন,নতুন সদস্য নির্বাচন করে নতুন,নতুন দল গঠন করতে কর্মকর্তাদের প্রতি পরামর্শ দেন।তিনি ঋণী সদস্য বৃদ্ধি,বকেয়া হ্রাস,স্থায়ী আমানত বৃদ্ধি,কর্ম এলাকায় নতুন কার্যক্রম চিহ্নিত করে কর্ম কৌশল গ্রহণ,বকেয়া আদায় জোরদার কারনের জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি ঋণ বিতরনে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।বিশেষ অতিথি রংপুর ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান উপস্থিত কর্মকর্তাদেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। কর্মশালায় সহকারী ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম,রংপুর জোনের মর্ডান এরিয়া,রংপুর সদর এরিয়া, দামুর চাকলা এরিয়, মিঠাপুকুর এরিয় ও মাহিগঞ্জ এরিয়া প্রধানগন যথাক্রমে মোঃ আঃ আলীম, মোঃ গোলাম আজাদ, সৈয়দ আঃ আলীম, মোঃ আতিকুর রহমান ও শ্রী শ্যামল চন্দ্র সহ জোনের অধীন ২৩টি শাখার ম্যানেজারগন এ কর্মশালয় অংশ নেয়। প্রধান অতিথি মোঃ মাহবুবুর রহমান এ এলাকায় প্রোগ্রামের অগ্রগতি পর্যালোচনা ও বৃদ্ধি,গুনগতমান উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি সকল কর্মকর্তা ও এরিয়া প্রধান কে যুগোপযোগী হয়ে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার আহবান জানান।