শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত হলেন, মোঃমঞ্জুরুল ইসলাম (২৫) ও মোঃতাহের মৃতা(২৫)।
রোববার রাতে ত্রিশাল উপজেলা নারায়ণপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি।
রবিবার (১০ এপ্রিল) বিকালে ডিবি অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃসফিকুল ইসলাম বলেন,নিয়মিত মাদক উদ্ধার অভিযানে মোঃমঞ্জুরুল ইসলাম ও মোঃতাহেরকে ৫৫গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।