ফুলবাড়ীয়ার পাটুলী উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধন

ফুলবাড়ীয়ার পাটুলী উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধন

bmtv new No Comments

এনায়েতুর রহমান ফুলবাড়ীয়া থেকে, :বিএমটিভি নিউজঃ বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়, গরিব রাষ্ট্রও নয়, মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবার বাকী। তাই উন্নয়নশীল দেশ পেতে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন গণ পরিষদ সদস্য, সরকারি প্রতিশ্রুতি সংসদীয় কমিটির সভাপতি এড. মোসলেম উদ্দিন এমপি। তিনি বলেন, নিজেদের মধ্যে বিভেদ থাকতে পারে কিন্তু উন্নয়নের ক্ষেত্রে কোন বিভেদ নেই, সকল উন্নয়নই আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে অভাব অনটন দেখা দেয় না, দুর্ভিক্ষ থাকে না।

গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পাটুলী উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সরকারি প্রতিশ্রুতি সংসদীয় কমিটির সভাপতি এড. মোসলেম উদ্দিন এমপি এসব কথা বলেন।
পরিচালনা কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যাপক ফারজানা শারমিন বিউটি, আ’লীগ নেতা সেলিমা বেগম সালমা, প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন তালুকদার, জেলা প্রকৌশলী মাজহারুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য মো. রুহুল আমিন, পুটিজানা ইউনিয়ন আ’লীগ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, সাধারণ সম্পাদক শাহজাহান প্রমুখ। এর আগে একাডেমিক ভবনের ফলক উম্মোচন করেন প্রধান অতিথি।