ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের হাতে পরোয়ানাসহ গ্রেফতার ১৩

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের হাতে পরোয়ানাসহ গ্রেফতার ১৩

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাসহ ১৩জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানে জুয়াড়িসহ ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
এসআই(নিঃ) মানিকুল ইসলাম নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর থানার বাঘমারা পুরাতন মেডিকেল গেইট আরফান আলীর চায়ের দোকানের সামনে হতে মাদক মামলার আসামী কালিবাড়ী বেড়ীবাধ বস্তির বাবু (২৫), বড় কালিবাড়ী. রাকিব মিয়া (২৫), পাটগুদাম মদের ডিপু এলাকার নূর মোহাম্মদ (২২)কে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতে সর্ব মোট ৭০ (সত্তর) পিচ গোলাপি রং এর ইয়াবা ট্যাবলেট, ওজন ০৭(সাত) গ্রাম, মূল্য= ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ) তাইজুল ইসলাম, এসআই(নিঃ)ফারুক আহম্মেদ,এসআই(নিঃ)রাশেদুল ইসলাম, এসআই(নিঃ)আবুল কাশেম, এএসআই(নিঃ)মাসুম রানা, এএসআই(নিঃ)শাহজালাল, এএসআই(নিঃ)মনিরুজ্জামান, এএসআই(নিঃ)আল আমিন, এএসআই(নিঃ) ইলিয়াছ খান অত্র থানা এলাকা অভিযান চালিয়ে ৮টি জিআর এবং ২ সিআর বডি তামিল করেন।
জিআর পরোয়ানায় নিজকল্পার আরিফ, পিতা-সুলতান মাষ্টার, চর বওলার শহিদ মিয়া, হাসেম আলী ছাতিয়ানতলার কামাল, আকুয়া দক্ষিনপাড়া, ইভান হোসেন ফরহাদ, বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন পল্লী সোহানুর রহমান ওরফে সোহান, আকুয়া মোটর গ্যারেজ মোড়, মোখলেছ ওরফে গড্ডু, সিআর পরোয়ানায় ইটাখোলা রোড, মাইল কোয়ার্টার মসজিদ সংলগ্ন, কাচিঝুলির মোঃ ইস্রাফিল, ও সাং-২৭/বি, নাটকঘরলেনের আব্দুর রহিম স্বপন, সকলেই ময়মনসিংহ কোতোয়ালীর থানা এলাকার।
গ্রেফতারকৃত প্রতেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।