You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০০ জন নারী-পূরুষকে দুটি করে ভেড়া প্রদান করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই ভেড়া বিতরণ করা হয়। তাঁদের বিকল্প আয়ের সুযোগ করে দিতেই ভেড়া প্রদান করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফুল ইসলামের কার্যালয় প্রাঙ্গণে সোমবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে ভেড়া বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, নারী ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১০০ নারী-পূরুষ যারা দুটি করে ভেড়া পেয়েছেন তাদের প্রত্যেককে ভেড়া পালনের জন্য ঘর তৈরির উপকরণ দেয়া হবে। এছাড়াও সকলেই ভ্যাকসিন দেয়া হবে।