স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ঈদ সামনে রেখে ১৩ এপ্রিল বুধবার দুপুরে গাঙ্গিনারপাড় এলাকায় কেনাকাটা করতে আসেন নগরীর সেহড়া ধোপাখোলার বাসিন্দা গৃহিনী রুমি আক্তার। হঠাৎ তার মোবাইল চুরি হয়ে যায়। গৃহিণী রুমি আক্তার তাৎক্ষণিক ময়মনসিংহ নগরীর ১নং ফাড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেনের কাছে দৌড়ে যান তার মোবাইল চুরির খবর নিয়ে। দায়িত্বয়ীল, চৌকস পুলিশ কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন কোন ধরনের রাখঢাক নিয়মনীতির অপেক্ষায় না থেকে মোবাইল উদ্ধারে দ্রুত মাঠে নেমে পড়েন। মোবাইল ছিনতাইয়ের মাত্র চার ঘন্টার ব্যবধানে মোবাইলটি উদ্ধার করে মালিকের হাতে ফেরত দেন। অল্প সময়ের মধ্যে ছিনতাই হওয়া মোবাইলটি ফেরত পেয়ে রুমি আক্তার আনন্দে আত্বহারা হয়ে পড়েন। তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। এসআই আনোয়ার হোসেন জানান, চোরচক্র মোবাইলটি ছিনিয়ে নেওয়ার অল্প সময়ের মধ্যে কয়েক হাত বদল হলেও পুলিশী তৎপরতায় চার ঘন্টার মধ্যে মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে।