শফিকুল ইসলামঃ ময়মনসিংহে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত মোঃলিটন মিয়া (৩০) নগরীর চকুনজ এলাকার মিয়া হোসেনের ছেলে।
বুধবার রাতে নগরীর চকুনজ এলার সাদেকের মোড় থেকে ৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে ডিবি।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকালে ডিবি অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃসফিকুল ইসলাম বলেন,নিয়মিত মাদক উদ্ধার অভিযানে মো.লিটন মিয়াকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।