গফরগাঁওয়ে লরির ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

গফরগাঁওয়ে লরির ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

bmtv new No Comments

গফরগাঁও উপজেলা সংবাদদাতা ঃ গফরগাঁও উপজেলার পল্লীতে ইট বোঝাই লরির ধাক্কায় মোঃ রাকিব হাসান (১৪) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার ৪নং সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়া এলাকার গফরগাঁও-ভালুকা সড়কের বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব ভালুকা উপজেলার হাজীবাজার এলাকায় খায়রুল ইসলামের ছেলে এবং ষোলহাসিয়া তেজপাতার ইমান হাফসা হাফিজুল কোরআন মাদরাসায় শিক্ষার্থী। শুক্রবার ছুটির দিনে মাদরাসা থেকে বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। এ সময় গফরগাঁও-ভালুকা সড়কের বাইপাস মোড়ে একটি ইট বোঝাই লরির ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় রাকিব। স্থানীয়রা লরিটি আটক করলেও চালক পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনাস্থল থেকে লড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।