গফরগাঁওয়ে দেবরকে পিটিয়ে হত্যা করল ভাবী

গফরগাঁওয়ে দেবরকে পিটিয়ে হত্যা করল ভাবী

bmtv new No Comments

গফরগাঁও(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা ঃ গফরগাঁও উপজেলার দক্ষিণে পাগলা থানার বাড়ির উঠানের সীমানা বিরোধ নিয়ে ভাবি লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দেবর মোঃ সাইফুল ইসলাম ওরফে সাইফুলকে (৩৮)। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে উপজেলার টাংগাব ইউনিয়নের রৌহা গ্রামে।এ ঘটনায় নিহতের স্ত্রী আফরোজা আক্তার বাদী হয়ে পাগলা থানায় হত্যা মামলা দায়ের করেছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে , উপজেলার পাগলা থানার রৌহা গ্রামের মৃত মোঃ সুরুজ আলীর ওরফে সূর্যের বড় ছেলে বুলবুল ও ছোট ছেলে সাইফুল ইসলাম ওরফে সাইফুল বাড়ির উঠানের সীমানায় মাটি ফেলা নিয়ে ঝগড়া হয়।এতে একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি হয়।এসময় বুলবলের স্ত্রী পলি আক্তার লাঠি দিয়ে দেবরকে মাথায় এলোপাতারি পিটাতে থাকে। এতে দেবর সাইফুল ইসলাম গুরুতর আহত হন।স্বজনরা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থায় অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়। নিহতের স্ত্রী আফরোজা আক্তার বলেন, ভিটেবাড়ি সীমানা নিয়ে কয়েকদিন ধরে ভাসুর বুলবুলের সঙ্গে বিরোধ চলে আসছিল। ওরা পরিকল্পিতভাবে আমার স্বামীকে পিটেয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের বিচার চাই।পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।