গফরগাঁও উপজেলা সংবাদদাতা ঃ গফরগাঁও উপজেলায় ইট ভাটায় লড়ির নিচে চাপা পড়ে মোঃ দীন ইসলাম(৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে গফরগাঁও ইউনিয়নের দিয়ারগাঁও গ্রামের এমকেডি ব্রিকসে এঘটনা ঘটে। নিহত মোঃ দীন ইসলাম (৯)ওই ইট ভাটার শ্রমিক মোঃ আব্দুর রশিদের ছেলে। তার বাড়ি ধোবাউরা উপজেলার গাছুয়াপারা গ্রামের। এলাকাবাসী জানান, ইট ভাটা থেকে ইট বোঝাই লড়ি বের হওয়ার সময় ঘাতক লড়িটি দীন ইসলামকে চাঁপা দেয় এতে সে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, তদন্ত করা হয়েছে।