You must need to login..!
Description
স্টাফ রিপোর্টারঃ সারাদেশে ধর্ষক-নরপিচাশদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন ময়মনসিংহ জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। সংগঠনটি উদ্যোগে আজ বিকাল ৪টায় শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন কর্মসূচি পালনকালে এ আহবান জানান। তারা সিলেট নোয়াখালীসহ সারাদেশে ঘটে যাওয়া ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম চুন্নু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, সংগঠনের উপদেষ্টা অ্যাড. এমদাদুল হক মিল্লাত, সহ-সভাপতি অ্যাড. শিব্বির আহাম্মেদ লিটন, সহ-সভাপতি অ্যাড. আবদুল মোত্তালেব লাল, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন, নূর জাহান মিতু ও নাহিদ ইকবাল, মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মজিনা আহমেদ, যুব মহিলা লীগ নেত্রী ও বিশিষ্ট ডায়াটেশিয়ান ইসরাত জাহান ফ্লোরা, অ্যাড. আমিনা খাতুন রুবি, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কাউসার-ই-জান্নাত ও রোকেয়া হোসেন , নারী নির্যাতন প্রতিরোধ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন বাবুল, সদস্য অ্যাড. নাসিমা সুলতানা, বাবলি আকন্দ, স্বাবলম্বী উন্নয়ন সমিতির কো-অর্ডিনেটর মনোয়ারুল ইসলাম সেলিম ও সহকারী প্রজেক্ট কো-অর্ডিনেটর আফরোজা আক্তার কনা, বেগম রোকেয়া ফেলো’র সংগঠক রেহানা আক্তার, যুব নাগরিক সোসাইটির সভাপতি সুব্রত চক্রবর্ত্তী শুভ্র, বিডি ক্লিনের বিভাগীয় কো-অর্ডিনেটর অ্যাড. মতিউর রহমান ফয়সাল, বিভাগীয় চারুকলা পর্ষদের সভাপতি মোঃ রাজন, বাংলার মুখের যুগ্ম-সাধারণ সম্পাদক সারওয়ার জাহান মুকুল প্রমুখ।