ময়মনসিংহ জেলা তথ্য অফিসের আয়োজনে মুজিবনগর দিবস পালন

ময়মনসিংহ জেলা তথ্য অফিসের আয়োজনে মুজিবনগর দিবস পালন

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা তথ্য অফিসের আয়োজনে ১৭ এপ্রিল ২০২২ ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত।

আজ ১৭ এপ্রিল ২০২২ বেলা ২ টায় ত্রিশাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা তথ্য অফিসার শেখ মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা চেয়ারম্যান আলহাজ আবদুল মতিন সরকার (বীর মুক্তিযোদ্ধা), বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান। আলোচনা সভায় ১৭ এপ্রিল ২০২২ তারিখ ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্যের উপর ভিত্তি করে বক্তারা বক্তব্য প্রদান করেন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত “মুজিব নগর সরকার” প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি-বেসরকারিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।