
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ঈদকে সামনে রেখে ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যরা তৎপর রয়েছে। এসব অপরাধীদের হাত থেকে রক্ষার্থে পুলিশ সুপারের নির্দেশে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। সর্বসাধারণকে সচেতন করতে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ যানবাহনসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ শুরু করেছে। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সচেতন মহল। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে ওসি তদন্ত ফারুক হোসেন আজ রোববার শহরের বিভিন্ন মোড়ে যানবাহনে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।।
লিফলটে উল্লেখ করেন রমজানে মাসে ইফতারের সাথে চেতনানাশক মিশিয়ে যাত্রীদের অজ্ঞান করে লুটে নিয়ে যায়। এছাড়া পকেটমার, ছিনতাইকারীরা তৎপর থাকে। যানবাহনে উঠার আগে গাড়ির নাম্বার, যেখানে সেখানে কিছু না খাওয়ার জন্য সর্তক করেন। অপরিচিত কোন ব্যক্তির দেয়া কোন খাদ্য গ্রহণ না করার জন্য সর্তক করেন।
কোন সমস্যায় পড়লে ৯৯৯ নাম্বারে কল দিবেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১০৩১৪৬, ওসি, কোতোয়ালী মডেল থানা ০১৩২০১০৩১৯১, ওসি তদন্ত ০১৩২০১০৩১৯২, পুলিশ পরিদর্শক (অপারেশন) ০১৩২০১০৩১৯৩, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্ট) ০১৩২০১০৩১৯৪, ডিউটি অফিসার ০১৩২০১০৩১৯৬ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহের পুলিশ সুপার মুহাম্মদ আহমার উজ্জামান এর নির্দেশে নিরাপদে ঈদ যানবাহনে চলাচল ও কেনাকাটা করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। শহরের বিভিন্ন স্থানে সাদা পোশাকে পুলিশ অবস্থান করছে। সাধারণ মানুষ সচেতন হলে তাৎক্ষনিক পুলিশকে অবহিত করলে যে কোন সমস্যা সমাধান সম্ভব হবে। কোন অপরাধীকে ছাড় দেয়া হবেনা।