ফুলবাড়ীয়ায় মসজিদের ইমামের বিছানাপত্রে আগুন দিলেন প্রধান শিক্ষক

image

You must need to login..!

Description

এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকেঃ  ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মসজিদের ইমামের বিছানাপত্র আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান,উপজেলার রঘুনাথপুর আব্দুস ছোবহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসমান গণির মেয়ের সাথে মঙ্গলবার (১২ এপ্রিল) মসজিদের ইমাম শহিদুল্লার ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহ বন্ধনটি ছেলে মেয়ের উভয়ে পছন্দের।
প্রধান শিক্ষক উসমান গণি তার নতুন বিয়াই রঘুনাথপুর মাস্টারবাড়ি বাইতুন আমান জামে মসজিদের ইমাম শহিদুল্লাহ কে গত শুক্রবার জুমআর নামাজের পর লাঞ্ছিত করেন। এক পর্যায়ে মসজিদের পাশে^ থাকা ইমামের বিছানাপত্র মসজিদের সামনে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে দেয়। এতে মসজিদের মুসল্লীরা প্রতিবাদী হয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসুল্লী জানান, এ ঘটনায় আমরা বেশ মর্মাহত। আমরা প্রধান শিক্ষকের বিচার চাই।
স্থানীয়রা জানান, বদমেজাজী প্রধান শিক্ষক উসমান গণি সরকারীভাবে স্কুলে দেয়া বিস্কুট লুটপাটের সময় হাতেনাতে ধরা পড়ে। ধরাপড়া বিস্কুট পানিতে ফেলে ঘটনা ধামাচাপা দেন।