বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণ না হলে স্বপরিবারে বৃহত্তর আন্দোলন

বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণ না হলে স্বপরিবারে বৃহত্তর আন্দোলন

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণ করা না হলে স্বপরিবারে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া। তিনি বলেন, লাগাতার কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে। আগামী সেপ্টেম্বরে ঢাকায় গণসমাবেশে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশহগ্রহণের আহবান জানান তিনি। সোমবার নগরীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ময়মনসিংহ বিভাগীয় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ময়মনসিংহ বিভাগীয় আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য এস এম মোমতাজ উদ্দিন ও মো. আব্দুল মজিদ, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের প্রেসিডিয়াম সদস্য নওশের আলী, শিল্প বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান মামুন, বিভাগীয় সদস্য সচিব মোহাম্মদ আব্দুস সাত্তার ভূইয়া ও ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব আবুল কালাম আজাদসহ কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দ। ##