ময়মনসিংহ ডিবির হাতে ১৩ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৪

ময়মনসিংহ ডিবির হাতে ১৩ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৪

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযান চালিয়ে ১৩ লিটার চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জেলা গোয়েন্দা শাখা,অফিসার-ইনর্চাজমোঃ সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ সুপারের নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ গত ১৮ এপ্রিল ২০২২ রাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চর নিলক্ষীয়া লেংড় বাজার থেকে ১৩ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আসামি কোতোয়ালীর চরনিলক্ষীয়া উজানপাড়ার উজ্জল মিয়া (৩৫), চরনিলক্ষীয়া বেপারীপাড়ার মোঃ জহিরুল ইসলাম জরুল (৩৬), মোঃ জুয়েল মিয়া (৩৪), কেওয়াটখালী কবরস্থান সংলগ্ন- এলাকার হৃদয় মিয়া (২২)কে গ্রেফতার করা হয়।
১৩ লিটার চোলাই মদ উদ্ধারের ঘটনায় ৪ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।