You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা এবার ঈদের ছুটি পাচ্ছেন ১০ দিনের। পবিত্র রমজান, শব-ই-কদর, জুমাতুলবিদা, ঈদ-উল ফিতর এবং মে দিবস উপলক্ষে আগামী ২৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং অফিসসমূহ বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টার শুধুমাত্র ঈদের দিন এবং পরের দিন বন্ধ থাকবে। এছাড়া খামার ব্যবস্থাপনা শাখা, ডেয়রি ফার্ম, পোল্ট্রি ফার্ম, কৃষিতত্ব ল্যাবরেটরি, উদ্যানতত্ব খামার, ফিশফার্ম, কৃত্রিম প্রজনন কেন্দ্র, গ্যারেজ এবং ওয়ার্কসপ, বোটানিক্যাল গার্ডেন, ভেটেরিনারি টিচিং হাসপাতাল, ওয়েদার ইয়ার্ড, পাওয়ার হাউজ, পানি সরবরাহ শাখা, যন্ত্র সংরক্ষণ শাখা, স্বাস্থ্য প্রতিষেধক শাখা ও আইসিটি সেলের কাজ ন্যূনতম সংখ্যক কর্মচারির মাধ্যমে চালু রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে।