
You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ রাজধানীর নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব ডিইউজে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেয়া হয়। ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালন করেন যুগ্ম সম্পাদক খায়রুল আলম।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর আমরা ভরসা করবো কীভাবে? মন্ত্রী সাংবাদিকদের প্রতি কোনো দায়িত্ব পালন করেন না, মেয়রও কোনো দায়িত্ব পালন করেন না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। সাংবাদিকদের ওপর হামলার বিচারের ব্যাপারে তিনি বলেন, যদি আগামী তিনদিন অর্থাৎ ২৪শে এপ্রিলের মধ্যে চিহ্নিত দোষীদের আইনের আওতায় আনা না হয় তাহলে ঈদের পর আমরা পুরো দেশে বিএফইউজের নেতৃত্বে কঠোর আন্দোলনে যাবো।
সমাবেশে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, দেশের সব মানুষ বিচার পায় কিন্তু সাংবাদিক আহত বা নিহত হলে কোনো বিচার পায় না। এটা কেন হবে? নিউ মার্কেট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তাদের পাশে দাঁড়ানোর বিষয়ে সে এলাকার এমপি কোনো দায়িত্ব পালন করেননি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি করছি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে যেসব সাংবাদিক আহত হয়েছেন এবং যে দু’জন মারা গেছেন তাদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজেÑ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি মধুসূদন ম-ল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, বর্তমান সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, আইনবিষয়ক সম্পাদক এসএম সাইফ আলী, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, নির্বাহী পরিষদ সদস্য মুজিব মাসুদ, ইব্রাহিম খলিল খোকন, সলিম উল্লাহ সেলিম, আসাদুর রহমান, শফিক বাশার, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের (টিসিএ) সাধারণ সম্পাদক শহিদুল হক জীবন, আরটিভির ইউনিট চিফ সাইখুল ইসলাম উজ্জ্বল, দৈনিক জনতার ইউনিট চিফ আতাউর রহমান জুয়েল প্রমুখ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি এমএ কুদ্দুস, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী প্রমুখ।