স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।গত ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে মাদক উদ্ধার করা হয়েছে।
এসআই (নিঃ) জহিরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর বাঘমারা পুরাতন মেডিকেল গেইট আরফান আলীর চায়ের দোকানের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী আলীয়া মাদ্রাসা রোড মোঃ নয়ন (৩২)কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হতে ১০(দশ) পুটলা হেরোইন, ওজন ১০ (দশ) গ্রাম, মূল্য ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর পাটগুদাম ব্রীজ সংলগ্ন ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন অফিসের সামনে ফাকা জায়গায় হতে দস্যুতার চেষ্টা পুরাতন মামলার আসামী বাঘমারার (সূর্য উকিলের বাড়ীর পাশে মুনতাহা ওরফে রাজু (৩২),পাটগুদাম ব্রীজ আবাসন (শাহ আলমের বাড়ীর পাশে) মাসুদ রানা(৩০)কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর চরপাড়া মোড় এলাকা হতে চুরি পুরাতন মামলার আসামী মাসকান্দা গনসার মোড়, শাহ আলম ওরফে আলম মিয়া ওরফে পিচ্চি(২৫)কে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নি) শাহ মিনহাজ উদ্দিন এবং এএসআই(নিঃ) সুজন চন্দ্র সাহা, এএসআই(নিঃ)হযরত আলী এবং এএসআই(নিঃ)আজিজুল ইসলাম অত্র থানা এলাকায় অভিযান চালিয়ে ০১টি সিআর সাজা ও ৩টি সিআর বডি তামিল করেন। সিআর সাজা গ্রেফতারী পরোয়ানা ০১ জন। গ্রেফতারকৃতরা হলেন নামাকাতলাসেনের মোঃ মোজাম্মেল হক, সিআর গ্রেফতারী পরোয়ানায় ১২, স্বদেশী বাজারের শুক্লা ঘোষ, স্বামী-শংকর কুমার ঘোষ, চরকালীবাড়ীর (উত্তরপাড়া), শিরিন।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।