You must need to login..!
Description
এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া : গতকাল রোববার ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদুল করিম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিকুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, গাইনি ও কনসালটেন্ট ডা: খাদিজা সিদ্দিক সুইটি, মেডিকেল অফিসার ডা: মোঃ মিরাজ উদ্দিন, ডাঃ শামস আবরা রিদম, ডাঃ শায়লা শারমিন, ইনচার্জ আব্দুল মান্নান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ীয়া এপি ম্যানেজার জেমস বিশ্বাস প্রমুখ।