বিএমটিভি নিউজ ডেস্কঃ রংপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক দেবাংশু কুমারের বিরুদ্ধে তার চিকিৎসক স্ত্রীর করা মামলা গ্রহণ করেছেন আদালতের বিচারক। মামলাটি তদন্তের দায়িত্ব পিবিআইকে (পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন) দেওয়া হয়েছে। অভিযুক্ত বিচারকের বাড়ি ময়মনসিংহে।
রোববার (২৪ এপ্রিল) বিকেলে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১-এর বিচারক মোস্তফা কামালের আদালতে এ আদেশ দেন। একই সঙ্গে মামলার বাদী চিকিৎসক হৃদিতা সরকারের জবানবন্দি গ্রহণ করেছেন আদালত।
এর আগে যৌতুক ও নির্যাতনের অভিযোগে বিচারক স্বামীর নামে আদালতে মামলার আবেদন করেছিলেন চিকিৎসক হৃদিতা সরকার। আগামী ৯ মে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন দেবাংশু কুমার সরকার (৩২), তার বাবা সুধাংশু কুমার সরকার চয়ন (৬০), ফুফাতো ভাই নিলয় দে সরকার (২৭) ও চাচা রঞ্জন সরকার (৫০)। সবার ঠিকানা ময়মনসিংহরে হালুয়াঘাট উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) আইনজীবী রফিক হাসনাইন।
এর আগে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক মো. রোকনুজ্জামানের আদালতে মামলাটি গ্রহণের আবেদন জানিয়েছিলেন আইনজীবী রফিক হাসনাইন। তবে দুই দফা সেই আবেদনের শুনানি পিছিয়ে যায়। ওই আদালতের বিচারক ছুটিতে থাকায় এমনটি হয়েছে বলে জানা গেছে।