স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ঈদে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ময়মনসিংহে সেমিপাকা ঘর পাচ্ছে ৫৫৩ পরিবার । এবার ঈদের আগেই আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রীর দেয়া নতুন ঘরে উঠবে ভূমিহীন গৃহহীন পরিবারগুলো । এ যেন বাড়তি আনন্দ পাবে পরিবারগুলো। ৩য় পর্যায়ে গৃহহীন ও ভূমিহীন পরিবারে ২ শতাংশ জমি ও সেমিপাকা গৃহ প্রদান উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসকের হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
তিনি জানান, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন ও গরিব দুখি মানুষের মুখে হাসি দেখার যে স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী পূরন করছেন। এ জেলায় ৩য় পর্যায়ে ৫৫৩ টি গৃহ আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক হস্তান্তর ও উদ্ধোধন করবেন।
সদরে ১২০, মুক্তাগাছা ১২৪, ফুলবাড়িয়া ৬৩, ত্রিশাল ২৫, ভালুকা ৪৫, গফরগাঁও ৫৫, নান্দাইল ৬৫, ঈশ্বরগঞ্জ ৮৬, গৌরীপুর ৪২, তারাকান্দা ৪০, ফুলপুর ৫০, হালুয়াঘাট ৬৯, ধোবাউড়া ৪১, গৃহ প্রদান কবুলিয়ত দলিল ও নামজারীর কাগজপত্র প্রদান করা হবে।