কিশোরগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

কিশোরগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ফাইয়েজ উদ্দিনের (২৮) বাড়ি অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর গ্রামে।   সোমবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

রাষ্টপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মো. শাহ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।  মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ জুলাই মধ্য আলীনগর গ্রামের ছমির উদ্দিন ওরফে সুবল মিয়ার ছেলে ফাইয়েজ উদ্দিনের সঙ্গে বিয়ে হয় আলীরগর উত্তরপাড়ার আক্কাছ মিয়ার মেয়ে চায়না আক্তারের। বিয়ের ২৩ দিন পরে অর্থাৎ ৩০ জুলাই রাতে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন ফাইয়েজ উদ্দিন। সেদিন রাতে চায়নার গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে তিনি। সকাল ৭টার দিকে তার বাড়ি থেকে জরুরি ফোন এসেছে বলে জানায় তার শাশুড়িকে। ফয়েজ চলে যাওয়ার অনেকক্ষণ পরেও কোন সাড়া শব্দ না পেয়ে বড় বোন ছায়েরা আক্তার চায়নার রুমে গিয়ে দেখেন তার গলায় ওড়না পেঁচানো। পরে তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসেন। পরদিন ৩১ জুলাই চায়নার বাবা আক্কাছ মিয়া বাদী হয়ে ফাইয়েজ উদ্দিনকে একমাত্র আসামি করে অষ্টগ্রাম থানায় মামলা করেন। ২০ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা অষ্টগ্রাম থানার উপপরিদর্শক এসআই মো. চাঁন মিয়া অভিযোগপত্র দাখিল করেন।

আসামি পক্ষের আইনজীবী মো.আব্দুল কুদ্দুস জানান, এ রায় আইন সম্মত হয়নি। আসামি ন্যায়বিচার পাননি। আসামি উচ্চ আদালতে আপিল করলে ন্যায়বিচার পাবেন বলে মনে করেন তিনি।

LATEST POSTS