বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভেতরে আবু তাহের (৩২) নামের এক গ্রাম পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) হোসাইন মোহাম্মদ আরাফাতকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) রাতে তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
মারধরের শিকার গ্রাম পুলিশ আবু তাহের জাটিয়া ইউনিয়নের পানামা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পারিবারিক মামলায় প্রায় দেড় বছর আগে তাকে ইউনিয়ন পরিষদ থেকে বরখাস্ত করা হয়। অভিযুক্ত এসআই হোসাইন মোহাম্মদ আরাফাত ঈশ্বরগঞ্জ থানায় কর্মরত আছেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাইহানুল ইসলাম বলেন, হাজিরা দিতে আসা আবু তাহের নামে এক গ্রাম পুলিশকে পেটানোর ঘটনায় এসআই হোসাইন মোহাম্মদ আরাফাতকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে সোমবার (২৫ এপ্রিল) দুপুরে ঈশ্বরগঞ্জ থানায় হাজিরা দিতে গেলে গ্রাম পুলিশ আবু তাহেরকে পেটান এসআই হোসাইন মোহাম্মদ আরাফাত। এ ঘটনায় ওই দিন বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।
এ বিষয়ে ইউএনও মোছা. হাফিজা জেসমিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।
গ্রাম পুলিশ আবু তাহের বলেন, প্রতি সপ্তাহের মতো থানায় হাজিরা দিতে আসি। সবাই এক সঙ্গে দাঁড়িয়ে থাকার সময় এসআই আরাফাত আবু তাহের নামে কেউ আছে কি না জিজ্ঞাসা করেন। এ সময় আমি আছি বলতেই তিনি আমার শার্টের কলার ধরে একটি রুমে নিয়ে যান। সেখানে নিয়ে বেত দিয়ে আমাকে মারধর করেন। বেত ভেঙে গেলে আরও একটি বেত খুঁজতে থাকেন। এ সময় এসআই রেজাউল এসে আমাকে মিটিংয়ে যেতে বলেন। এ বিষয়ে জানতে এসআই হোসাইন মোহাম্মদ আরাফাতের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া বলেন, ঘটনার সময় আমি থানায় ছিলাম না। পরে জানতে পারি এসআই হোসাইন মোহাম্মদ আরাফাতের নামে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে ওই গ্রাম পুলিশ। রাতেই তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।