নাটোরে টিএমএসএস আয়োজনে মুজিববর্ষ কৃষিপদক প্রদান দোয়া ও ইফতার মাহফিল

নাটোরে টিএমএসএস আয়োজনে মুজিববর্ষ কৃষিপদক প্রদান দোয়া ও ইফতার মাহফিল

bmtv new No Comments

নাটোর  থকে আবদুল খালেক খান পিভিএমঃ  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে টিএমএসএস এর নাটোর ডোমেইন কর্তৃক আয়োজিত টিএমএসএস সদস্যদের মধ্যে কৃষিপদক প্রদান ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান গত ২৬ এপ্রিল নাটোর পলিটেকনিক ইনষ্টিটিউটের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। টিএমএসএস এর টার্স ফোর্সের চেয়ারম্যান এমএম আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পদক প্রদান করেন নাটোর জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কনসালটেন্ট এগ্রিকালচারাল কৃষিবিদ আসাদুর রহমান, সহকারী সেক্টর প্রধান পরিচালক মোঃ মাহাবুবর রহমান, টিএমএসএস এর আজীবন সদস্য মোঃ আব্দুস সালাম ও আনসার ভিডিপি উন্নয়ন বাংকের সাবেক পরিচালন মোঃ আঃ খালেক খান পিভিএম।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বাড়ীর চারপাশে কৃষি আবাদ, ফলমূল চাষ, শাক সবজি আবাদ সহ পরিস্কার পরিছন্নতার জন্য টিএমএসএম সারাদেশ ব্যাপী ১০০০ জন সদস্যকে মুজিববর্ষ কৃষিপদক প্রদান করছে। এরই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল টিএমএসএস এর নাটোর ডোমেইন কর্তৃক ১১ জন সদস্যকে এ পদক প্রদান করা হয়েছে। প্রধান অথিতি জেলা প্রশাসক এমন কাজের স্বকৃতির জন্য পদক প্রদানকারী প্রতিষ্ঠান টিএমএসএস ও কর্মকর্তাদের কে ধন্যবাদ জানান। তিনি উপস্থিত সবাইকে তাদের পেশাগত কাজের পাশাপাশি কৃষি কাজে আতœনিয়োগ করার পরামর্শ দেন। পদক প্রাপ্ত সদস্যদের মধ্যে বক্তব্য দেন মোছাঃ শিল্পী খাতুন, মোছাঃ রহিমা খাতুন ও মোছাঃ সারমিন আক্তার প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাটোর পরিটেকনিক্যাল ইনস্টিটিউরে অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, নাটোর ডোমেইনের জোনাল ম্যানেজারগণ যথাক্রমে আবু সায়েম, এ এস এম আরিফুল বাসার, মোঃ সাইদুর রহমান, মোঃ জিন্নাতুল ইসলাম, এসপিও মোঃ জাহাঙ্গীর আলম খান, কমিশনার মোছাঃ নার্গিস পারভিন ও মোঃ ফরিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ, টিএমএসএস এর সদস্য বৃন্দ, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও উপস্থাপনা করেন টিএমএসএস এর নাটোর ডোমেইনের ডোমেইন প্রধান সাগর কুমার বড়–য়া।