ফুলবাড়ীয়ায় বিএসএল সেবাদাতাদের পণ্য বিপণন ও ব্র্যান্ডিংয়ের জন্য দিনব্যাপী মেলা ও প্রদর্শনী

ফুলবাড়ীয়ায় বিএসএল সেবাদাতাদের পণ্য বিপণন ও ব্র্যান্ডিংয়ের জন্য দিনব্যাপী মেলা ও প্রদর্শনী

bmtv new No Comments

এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলাধীন কুশমাইল ইউনিয়ন পরিষদ চত্বরে বিএসএল সেবাদাতাদের পণ্য বিপণন ও ব্র্যান্ডিংয়ের জন্য দিনব্যাপী ব্যবসায়িক মেলা ও প্রদর্শনীর আয়োজন করে। কুশমাইল ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বাতেন পুলু এবং ফুলবাড়ীয়া এপি ম্যানেজার জেমস বিশ্বাস তাদের মূল্যবান বক্তব্য, নির্দেশনা ও স্টল পরিদর্শনের মাধ্যমে অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেন।
কেঁচো সার উৎপাদনকারী কৃষক মোছাঃ আমেনা খাতুন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এই মেলায় অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত, এটা ভিন্ন উদ্যোগ এবং আমাদের পিএফএ-তে প্রথমবারের মতো ব্যবসায়িক মেলা হচ্ছে। এই মেলার মাধ্যমে আমরা প্রতিযোগীদের পণ্য/গুণগতমান, আমাদের পণ্যের চাহিদা, নতুন পণ্যের নতুন ধারণা এবং পণ্যের মানের চাহিদা সম্পর্কে জানতে পেরেছি। অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন কুশমাইল পিএফএর দায়িত্ব প্রাপ্তÍপ্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোড়াইয়া, জুনিয়র প্রোগ্রাম অফিসার রিমামুর্মু এবং উৎপাদক দলের সদস্য বৃন্দ।##