এনায়েতুর রহমান ফুলবাড়ীয়া থেকে : আসন্ন ঈদের আগে তৃতীয় ধাপে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪৪ জন গৃহ ও ভূমিহীন পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘর হস্তান্তর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ শেষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বালিয়ান ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পলাশ, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন প্রমুখ। পরে ৪৪ পরিবারে হাতে কবুলিয়ত দলিল, নামজারী ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এরপর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের পক্ষ হতে ঐসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।